Best Pocket Friendly Cafe in Behala | I got best couple budget friendly place for Valentine Day | Best cheapest adda cafe in kolkata | Valentine's day Special offer in Taste Ride <br /><br />#Bongfoodies #cheapestcafeinkolkata #pocketfriendlycafe #tasteridecafe<br /><br />Contest Link : https://gleam.io/pMLJZ/bong-foodies-buffet-contest<br /><br />আমরা আমাদের Bong Foodies চ্যানেল থেকে একটা তোমাদের জন্য Giveaway দিতে চাই, তোমাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে সুবর্ণ সুযোগ আমাদের সঙ্গে বসে জমিয়ে খাওয়ার । তবে আর বন্ধুরা দেরি কিসের তাড়াতাড়ি আমাদের Giveaway Contest এ অংশগ্রহণ করো এবং জিতে নাও। <br />Contest Link : https://gleam.io/pMLJZ/bong-foodies-buffet-contest<br />Buffet Giveaway Contest Rule : <br />1. আমাদের Youtube যেকোন ভিডিও তোমরা ফেসবুকে শেয়ার করে সেটি আমাদের ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি তে স্ক্রিনশট পাঠাবে। শেয়ার করার সময় অবশ্যই #bongfoodies লিখতে হবে।<br />2. যে বন্ধুটি সবথেকে বেশি শেয়ার করবে বা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে আমাদেরকে, তার জেতার চান্স কিন্তু বেশি থাকবে।<br />3. Contest লিংকের মাধ্যমে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে, না হলে কিন্তু তোমাদের পার্টিসিপেশন কাউন্ট হবে না, giveaway ফেয়ার রাখার জন্যই এই ভাবে আমি করলাম এখানে কম্পিউটার নিজে থেকেই কিন্তু সিলেক্ট করে দেবে lucky draw এর মাধ্যমে । Contest er winner তোমাদের সামনে বেছে নেওয়া হবে।<br />Contest Entry Last date : 28 th Feb<br />Result Date : 1st March <br />সবাইকে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু একবারে তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না তবে আমরা চেষ্টা করছি এরপর আমরা আমাদের চ্যানেল এর পক্ষ থেকে প্রতি মাসে একটি করে Giveaway রাখবো তোমাদের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভাবে আমাদের পাশে থাকার জন্য আর আমাদেরকে ভালোবাসা দিও যাতে করে আমরা আরো এগিয়ে যেতে পারি ❤️<br />Youtube link : http://www.youtube.com/c/TasteBudsind<br />Facebook link : https://www.facebook.com/Tastebudsind<br />Instagram link : https://www.instagram.com/bongfoodiesind<br /><br />সেদিন চলতে চলতে হঠাৎ করে চোখে পড়ল Taste Ride ক্যাফেটি । ক্যাফেটি একদম নতুন খুলেছে, বেশি দিন হয়নি ছয় মাস মতন হবে, আমাদের ঠাকুর পুকুর জোকা এলাকা এরকম একটি কাছাকাছি ক্যাফে আছে আমার জানাই ছিল না।<br />Location : Shop 2, 60/1, James Long Sarani, Nabapally, Near Diamond Park, Joka, Kolkata<br />রেস্টুরেন্টে খুব ছোট হলেও বেশ ছিমছাম এবং গোছানো, লাইটিং গুলো তো দারুন ছিল। এবার আসা যাক খাওয়ার কথায়, এখানে যেটার নাম সবথেকে বেশি সেটি হল,<br />১ চাইনিজ কম্ব মাত্র 129 টাকায় (highly recommended) তার সঙ্গে আমি ট্রাই করেছিলাম<br />২ গ্রিন চিকেন উইংস যার দাম নিয়েছিল 180 টাকা, আর সবার শেষে<br />৩ Dark চকলেট এন্ড চেরি বার (highly recommended) যার দাম নিয়েছিল 130 টাকায,<br />চেরি বারটা অসাধারন ছিল এক কথায় অপূর্ব মানে কথায় প্রকাশ করতে পারবোনা দুর্দান্ত লেগেছে আমার, সব খাবারগুলো বেশ ভালো ছিল কম দামে একদম ভ্যালু ফর মানি, তবে আমি আইটেমগুলো ট্রাই করতে পারেনি, তোমরা কেউ যদি আগে খেয়ে থাকো বা যখন যাবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আমি অপেক্ষায় থাকবো। এখানে গিয়ে আড্ডা গল্প সবকিছু করতে পারবে।<br /><br />To subscribe Bong Foodies click Here: http://www.youtube.com/c/TasteBudsind<br />Welcome to Bong Foodies family. We appreciate your suggestion regarding this video. This will motivate us to make new videos for you. If you like this video please subscribe t